Home / প্রশাসন / খালেদার আইনজীবী সানাউল্লাহসহ আটক ১২ নরসিংদীতে

খালেদার আইনজীবী সানাউল্লাহসহ আটক ১২ নরসিংদীতে

শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ অন্তত ১২ জন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, । বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের বিভিন্নস্থানে জড়ো হয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের গাড়ীবহর নরসিংদীর ভেলানগর অতিক্রম করে। নরসিংদীর মাধবদী, ভেলানগর, ইটাখোলা, বারৈচাসহ বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় তারা। তবে মহাসড়কে বিএনপি পন্থী কোন নেতাকর্মীকে ব্যনার, ফেস্টুন নিয়ে অবস্থান নিতে দেয়নি পুলিশ। এসময় পুলিশের সাথে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar