Home / খবর / খালেদা মঙ্গলবার উপদেষ্টাদের নিয়ে বসবেন

খালেদা মঙ্গলবার উপদেষ্টাদের নিয়ে বসবেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংগঠনকে শক্তিশালী করা, আগামী নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে নেতাদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবার নিজের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বসছেন ।

আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খালেদা জিয়া দলের ভাইস ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না সে ব্যাপারে নিজের অবস্থানের কথাও নেতাদের জানিয়েছেন খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar