Home / বিনোদন / ‘জোকার’ ফিল্ম ফেস্টিভ্যালে নজিরবিহীন

‘জোকার’ ফিল্ম ফেস্টিভ্যালে নজিরবিহীন

দর্শকরা নামকরা হলিউড অভিনেতা জোয়াকিন ফোয়েনিক্স অভিনীত ‘জোকার’ দেখে অভিভূত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের । আট মিনিট উঠে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকরা। সম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ারে এমন নজিরবিহীন ঘটনা ঘটে।

বিখ্যাত ‘ব্যাটম্যান’ ছবির ভিলেনকে দিয়ে এমন ছক ভাঙা অভিনয় করানোর জন্য পরিচালক টড ফিলিপসকেও সম্মান জানানো হয়। এই সাইকোলজিকাল থ্রিলারের প্রিমিয়ারে হাজির ছিলেন ফোয়েনিক্সও। ছবিতে টকশো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে রবার্ট ডে নিরোকে।

‘জোকার’-এর প্রিমিয়ার শুরু হওয়ার পর থেকেই প্রতিদিনই দর্শক আসন খালি থাকছে না। প্রেস প্রিমিয়ারেও একই অবস্থা হয়েছিল। দুটি প্রিমিয়ারেই ফোয়েনিক্সের নাম দেখানোর সময় দর্শকের হাততালিতে ফেটে পড়ছিল হল।

এই ছবিতে ফোয়েনিক্স, ডে নিরো, বিটস বাদেও দেখা যাবে বিল ক্যাম্প, ফ্রান্সেস কনরয়, ব্রেট কালেন ও গ্লেন ফ্লেশারকে। ছবিটি ভারতে মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar