Home / খবর / ড.কামাল গণফোরাম এমপিদের শপথ নেয়ার ইঙ্গিত দিলেন

ড.কামাল গণফোরাম এমপিদের শপথ নেয়ার ইঙ্গিত দিলেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্ত জানালেও গণফোরাম থেকে বিজয়ী দুজন এমপি হিসেবে শপথ নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
আজ শনিবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
ড. কামাল হোসেন বলেন, এটা তাদের দুজনের অর্জন। আমরা সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে ইতিবাচকভাবে চিন্তা করবো। তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সাত আসনে জয় পায়। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দুই আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ পাঁচজন নির্বাচিত হন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar