Home / দূর্ঘটনা / নৌযান চলাচল শুরু দেশের সব রুটে

নৌযান চলাচল শুরু দেশের সব রুটে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আবহাওয়ার উন্নতি এবং নদীবন্দরের সতর্ক সংকেত নামিয়ে ফেলায় সারাদেশের অভ্যন্তরীণ নৌ রুটে সব ধরনের নৌযান চলাচলের নির্দেশ দিয়েছে । রোববার সকাল সাতটা থেকে এ নির্দেশ কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।

এর আগে বৈরি আবহাওয়ার কারণে শনিবার বিকেল চারটা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।

আবহাওয়ার পূর্বাভাসে রোববার বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর বিপদ সংকেতের স্থলে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর বিপদ সংকেতই বহাল রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

তবে রোববার ভোর থেকে বৃষ্টি থেমেছে। কিন্তু, নগরীতে পরিবহন সংকটে এখনও নাকাল হচ্ছেন কর্মমুখী মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar