Home / খবর / বিএনপি জালিয়াতের দল : হাছান মাহমুদ

বিএনপি জালিয়াতের দল : হাছান মাহমুদ

524_1বিএনপির রাজনৈতিক অবস্থান সম্পর্কে  মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএ্নপি এখন শুধু রাজনৈতিক দল নয়। তারা এখন পৃথিবীর অন্যতম জালিয়াতির রাজনৈতিক দল। ভারতের বা বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে তাদের লাভ নেই। রাজনীতি করতে হলে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধুর আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। আমরা নগরবাসী সংগঠন (এএনবি) এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দলের রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি, এ দলের রাজনীতি হচ্ছে ভারতের জুজু দেখিয়ে, মানুষকে বিভ্রান্তি করে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত করে নিজেদের পক্ষে টানার চেষ্টা করে হীন অপচেষ্টার রাজনীতি।’

সাদেক হোসেন খোকার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সরকারের কোনো বিষয় নয়। এ রায় দিয়েছেন আদালত।’

এএনবির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ফ. ম মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar