Home / খবর / সকল ধর্মের প্রধান বার্তা, জনগণের কল্যাণ: রাষ্ট্রপতি

সকল ধর্মের প্রধান বার্তা, জনগণের কল্যাণ: রাষ্ট্রপতি

1445505636ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের চেতনা সমুন্নত রেখে জাতীয় উন্নয়নের জন্য সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, দুর্গাপূজা কিংবা অন্যান্য পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উত্সারিত, তাই এসব উত্সব কখনও ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকেনি।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে ও সাড়ম্বরে তাদের স্ব স্ব ধর্মীয় রীতি ও সামাজিক কর্মসূচি পালন করছেন।

সকল ধর্মের প্রধান বার্তা ‘জনগণের কল্যাণ’ উল্লেখ করে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন, দুর্গাপূজা সকল ধর্ম, বর্ণ ও গ্রোত্রের জন্য সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনবে।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar