Home / খবর / স্বাধীনতার তিন নম্বর পাঠক জিয়াউর রহমান: হানিফ

স্বাধীনতার তিন নম্বর পাঠক জিয়াউর রহমান: হানিফ

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি তিন নম্বর পাঠক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তাকে জোর করে ধরে এনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।’

শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

হানিফ অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি কখনই সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। কারণ এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে সামরিক ছাউনিতে। এবারও বিএনপি সংসদে এসে সংসদকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সংসদে এসে অপ্রাসঙ্গিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে মিথ্যাচার সংসদকে উত্তপ্ত ও অকার্যকর করার চেষ্টা করছে।’

এসময় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Skip to toolbar