নির্বাচনী এলাকাটি অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি মডেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কর্মীসভায় বলে। এই নির্বাচনী এলাকায় রয়েছে শাহ আমানত শাহ (রাহঃ) পবিত্র মাজার শরীফ, হিন্দু সম্প্রদায়ের চট্টেশ্বরী মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান বৌদ্ধ বিহার, খ্রীস্ট সম্প্রদায়ের প্রধান গির্জা উপাসনালয়। এ কারণে এখানকার সকল ধর্মাবলম্বীরা এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন এবং প্রত্যেক ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল। সম্প্রীতির মাহাত্ম্য আমাদের সকলের মিলিত প্রয়াসের সুফল।

তিনি বলেন, আমি স্থানীয় সমস্যাগুলোকে অধিকতর গুরুত্ব দিই। জলাবদ্ধতাসহ আর যে সকল সমস্যা নাগরিক ভোগান্তির কারণ সেগুলো সমাধানে আমার ঐকান্তিক প্রচেষ্টা অবশ্যই থাকবে এবং আমি সমস্যাগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীকেও ইতিপূর্বে বেশ কয়েকবার অবহিত করেছি। কেননা চট্টগ্রামের সকল উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমি আশা করবো আপনারা আমাকে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করবেন এবং শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে উন্নয়নের ধারাকে আরো বেগবান করবেন। তার আরাধ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা নিজেরাও অবদান রাখবেন। গতকাল বুধবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জালাল উদ্দিন ইকবাল, মো. জাবেদ, মো. ইছহাক, কাউন্সিলর হাজী নুরুল হক, নুরুল আলম মিয়া, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930