Home / অন্যান্য / সড়ক দুর্ঘটনা / অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু ফুলবাড়িয়ায়

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু ফুলবাড়িয়ায়

অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ-বালুঘাট বাজার সড়কের তেজপাটুলী পাঞ্জুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোচালককে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম সোহাগী আক্তার (৭)। সে উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মজিদের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোহাগী তার মায়ের সঙ্গে তার নানার বাড়িতে এসেছিল। নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে পাঞ্জুর বাজার নামক স্থানে সড়ক পাড় হবার সময় শিবগঞ্জ থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জনতার হাতে আটক অটোচালককে থানায় নিয়ে যান। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: