মো. মেহেরাজ (২২) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে । মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে ৭ নম্বর বাস পার্কিংয়ের মাঠের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মেহরাজ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে। সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বিশেষ অভিযান মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টেশন রোড থেকে মো. মেহেরাজকে গ্রেফতার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মেহেরাজ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দকৃত অস্ত্র দিয়ে নগরের টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ নগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করতো। অস্ত্র আইনে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে থানায় ।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930