১৬টি আন্তঃনগর ট্রেনে আজ রোববার ১৬টি নতুন লাগেজ ভ্যান যুক্ত হতে যাচ্ছে প্র্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ের । যাত্রীবাহী ট্রেনে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে প্রতিটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি করে লাগেজ ভ্যান যুক্ত করার এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথমবারের মতো আজ ১৬টি আন্তঃনগর ট্রেনে ১৬টি লাগেজ ভ্যান যুক্ত হবে। চট্টগ্রাম–ঢাকা–চট্টগ্রাম, চট্টগ্রাম–সিলেট–চট্টগ্রাম, চট্টগ্রাম–ময়মনসিংহ–চট্টগ্রাম, ঢাকা–সিলেট–ঢাকা এবং সিলেট–চট্টগ্রাম রুটের ১৬টি আন্তঃনগর ট্রেনে এসব লাগেজ ভ্যান সংযুক্ত হবে। আজ সকালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কমলাপুর রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনে পার্সেল মালামাল পরিবহনের লক্ষ্যে লাগেজ ভ্যান উদ্বোধন করবেন। রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, চীন থেকে ৭৫টি এমজি লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে ভ্যান যুক্ত হবে। এর মধ্যে চীন থেকে প্রথম চালানের ২০টি লাগেজ ভ্যান চট্টগ্রাম বন্দর হয়ে পাহাড়াতলী কারখানায় এসেছে। পর্যায়ক্রমে অন্য ভ্যানগুলোও আসবে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলাম ১২ সেপ্টেম্বর রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বরাবর একটি প্রস্তাবনা চিঠিতে চট্টগ্রাম–ঢাকা–চট্টগ্রাম, চট্টগ্রাম–সিলেট এবং সিলেট–চট্টগ্রাম রুটে চলাচলরত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম–ময়মনসিংহ–চট্টগ্রাম রুটে চলাচলরত বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম–ঢাকা–চট্টগ্রামের রুটের মহানগর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস, ঢাকা–সিলেট–ঢাকা রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস, ঢাকা–সিলেট–ঢাকা রুটের পারাবত এক্সপ্রেসসহ ১৬টি ট্রেনে নতুন লাগেজ ভ্যান সংযোজনের প্রস্তাব করেন। প্রস্তাব অনুয়ায়ী রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আজ যাত্রীবাহী আন্তঃনগরে লাগেজ ভ্যান যুক্ত হচ্ছে।

রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, রোববার থেকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনে চায়না থেকে আমদানিকৃত লাগেজ ভ্যান যুক্ত হবে। রেলের রাজস্ব আয় বাড়ানোর জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে লাগেজ ভ্যান যুক্ত হতে যাচ্ছে। সকালে প্রথমে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, এরপর ঢাকাগামী চট্টলা এঙপ্রেস, এরপর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং রাতে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে লাগেজ ভ্যান যুক্ত হবে। ঢাকাগামী মহানগর এক্সপ্রেসেও লাগেজ ভ্যান যুক্ত হবে। তবে মহানগর এক্সপ্রেস রোববার বন্ধ থাকে। তিনি জানান, লাগেজ ভ্যানগুলো আধুনিক আন্তঃনগর ট্রেনের কোচের মতো।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930