Home / খবর / আতিকুল ভোট চাইলেন ফখরুলের কাছে

আতিকুল ভোট চাইলেন ফখরুলের কাছে

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফখরুলের সঙ্গে দেখা হলে তিনি কুশলাদি বিনিময় করেন। একপর্যায়ে ফখরুলের কাছে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী।

ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’ পরে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না।’

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছেও ভোট চান উত্তরের মেয়র প্রার্থী আতিক।

আগামী শনিবার ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তার বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নৌকার টিকিট পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। তার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this:
Skip to toolbar