ইতালী ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মোতালেব (৫৯) । শুক্রবার ভোরে তিনি মারা যান। গত ডিসেম্বরে ইতালী থেকে দেশে ফিরেছিলেন এই প্রবাসী। তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার দেওয়ান সাহাজউদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার সাহা মিয়ার ছেলে আব্দুল মোতালিব গত ডিসেম্বরে দেশে ফিরে স্বাভাবিক চলাফেরা করছিলেন। শুক্রবার ভোররাতে নিজ বাড়ীতে হঠাৎ মৃত্যুবরন করেন এই প্রবাসী। নিহতের পরিবারের দাবি তিনি দুরারোগ্য কান্সার ব্যাধীতে আক্রান্ত ছিলেন। এ কারনে দেশে ফিরে আসেন গত ডিসেম্বরে। এরপর দেশে তার চিকিৎসা চলছিল। তবে কোন কি চিকিৎসা চলছিল সে ব্যাপারে স্পষ্ট করেননি নিহতের পরিবার।
এদিকে শুক্রবার বাদ জোহর চরপাড়া এলাকায় নিহতের নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় চৌধুরীপাড়া করবস্থানে দাফন করা হয়। মহামারী করোনা ভাইরাস আতংকে খুব অল্পসংখ্যক মানুষ জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহন করেন। ইতালি প্রবাসীর মৃত্যুকে ঘিরে কাঞ্চন পৌর এলাকায় নতুন করে মানুষের মাঝে করোনা ভাইরাসের আতংক যুক্ত হয়েছে।