Home / অন্যান্য / সড়ক দুর্ঘটনা / একজন নিহত ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আনোয়ারায়

একজন নিহত ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আনোয়ারায়

ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ (৬৬) নামে একজন নিহত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় । এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নুরুজ্জামান নামে আরো একজন। নিহত হানিফ বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা।

আনোয়ারা থানার ডিউটি অফিসার এসআই কামরুজ্জামান বলেন, ভোর সাড়ে ৫টার সময় ট্রাক-সিএনজি মু্খোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। এতে আহত হয় আরেক সিএনজি যাত্রী। আহত অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: