মস্কো দাবি করেছে কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় একটি রাশিয়ান ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে বলে। রুশ মেরিটাইম কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়েছে, কের্চ প্রণালিতে শুক্রবার রাতভর হামলায় জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় কেউ আহত হয়নি।

অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার বলেছেন, ক্রিমিয়ান সেতুর কাছে একটি রাশিয়ান তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। তারা বলছেন, কাছাকাছি উপক‚লীয় গ্রামের বাসিন্দারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইউক্রেন এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

নেভাল ড্রোন বা সামুদ্রিক ড্রোন হল ছোট মনুষ্যবিহীন জাহাজ যা পানির পৃষ্ঠের ওপর বা নীচ দিয়ে কাজ করে।

রাশিয়ার মেরিন রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, দুটি টাগ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। জায়গাটি কের্চ প্রণালির ঠিক দক্ষিণে অবস্থিত।

কর্মকর্তা বলেন, ‘হামলায় ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এমআরসিসি ট্যাঙ্কার এবং এর মালিক সম্পর্কে আর কোনও তথ্য দেয়নি।

কের্চ প্রণালি কৃষ্ণ সাগর এবং আজভ সাগরকে সংযুক্ত করে এবং ক্রিমিয়াকে মূলখণ্ড থেকে আলাদা করে।

রাশিয়ার রাষ্ট্র-চালিত মিডিয়া আরও জানিয়েছে, হামলার পর ক্রিমিয়া সেতুর আলো বন্ধ করা হয়েছে। আসন্ন হামলার সতর্কতার মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত হলে এটিই হবে ওই এলাকায় সর্বশেষ এ ধরনের ড্রোন হামলা।

এর আগে শুক্রবার রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিস্কের কাছে ইউক্রেনের নৌ ড্রোন হামলায় একটি রাশিয়ান জাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: বিবিসি

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930