এখন থেকে অকার্যকর হিসেবে গণ্য হবে গণফোরামের মধ্যে এযাবৎ যেসব বহিষ্কার পাল্টা–বহিষ্কার হয়েছে, তা । চলমান সমস্যার সমাধানে জাতীয় কাউন্সিল হবে। আজ এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল–বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার পাল্টা–বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে।