Home / অর্থ-বাণিজ্য / চবি-অর্থমন্ত্রণালয়ের মধ্যে চুক্তি -বিএইচবিএফসি

চবি-অর্থমন্ত্রণালয়ের মধ্যে চুক্তি -বিএইচবিএফসি

এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দিতে বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত সচিব এখলাছুর রহমান, হাবিবুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য্যসহ অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএইচবিএফসির পক্ষে, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইন ও প্রশিক্ষণ মহাবিভাগের জেনারেল ম্যানেজার প্রলয় কুমার ভট্টাচার্য্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: