তামিমের পেশোয়ার রাতে করাচির মুখোমুখি

115

রাতে ফাইনালে উঠার লড়াইয়ে করাচি কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। গত রাতে প্রথম এলিমিনেটর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্লাডিয়েটরসকে এক রানে হারায় পেশোয়ার জালমি।

বাংলাদেশ থেকে এবার মোট চারজন খেলোয়াড় পিএসএলে খেলতে যান। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। নিদাহাস ট্রফিতে অংশ নিতে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ খেলে তারা চলে আসেন।

নিদাহাস ট্রফি শেষে আবার পিএসএলে অংশ নিতে যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত রাতে পেশোয়ার জালমির কাছে হেরে বিদায় নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। মোস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স লিগ পর্ব থেকেই বাদ পড়েছে। সাব্বির রহমান গিয়েছিলেন পেশোয়ার জালমির হয়ে খেলতে। কিন্তু নিদাহাস ট্রফি শেষে তিনি আর পিএসএলে অংশ নিতে যাননি।