বেশ কয়েকটি ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে আইনমন্ত্রী আনিসুল হকের নামে । এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এ ঘটনায় সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
আইনমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বলেন, আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র নিজস্ব কোন ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।