দ্রুতগতির প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা নজরুল ইসলাম (৫৮) ও খাদ্য উপ-পরিদর্শক সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে চুয়াডাঙ্গা-মেহেরেপুর সড়কে । এ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে। দূর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুঁইয়া জানান, নিহত দু’খাদ্য কর্মকর্তার বাড়ী মেহেরপুর জেলায় হওয়ায় অফিসের কাজ শেষে অনুমতি নিয়ে তারা মোটরসাইকেলে চেপে বাড়ী যাচ্ছিল। বাড়ী যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো জানান, সোমবার লাশের ময়না তদন্ত করে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে দিয়ে দেয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পর আলুকদিয়া ইউপি চেয়ারম্যান কালাম সাহেব আমাকে ফোন করেন । বলেন , সাইদুর রহমান নামে আপনার কোন স্টাফ আছে কিনা। তখন আমি বলি, আছে। তিনি বলেন, সাইদুর রহমান মোটসাইকেল দু’র্ঘটনায় স্পট ডেড। আমি তখন বলি, তার সাথে ওসি এলএসডিও ছিলেন । তিনি জানান, দুজনেই স্পট ডেড। এটা মর্মান্তিক । আমার সাথে সন্ধ্যার আগে তারা কথা বলে বিদায় নিলেন। প্রাইভেটকারটির চাকা পাম্পচার হয়ে দ্রুতগতিতে তাদের চাপা দিয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930