জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নগরীর চাক্তাই এলাকায় ক্ষতিকর পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে । এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি গোডাউন থেকে প্রায় আড়াই টন ওজনের পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড মো. মাসুদ রানা।

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমরা যখন চাক্তাই যায়, বিষয়টি অবৈধ পলিথিন ব্যবসায়ীরা জানতে পারেন। একপর্যায়ে তারা তাদের ব্যবসায়িক গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। আমরা তালাবদ্ধ দুটি গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি এবং প্রায় ২৫০ কেজি (আড়াই টন) পলিথিন জব্দ করে বিনষ্টের জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দিই। এছাড়া গোডাউন দুটিকে সিলগালা করে দেওয়া হয় বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সিলগালা করা গোডাউনে কোন সাইনবোর্ড ছিল না। ব্যবসায়ীদের নামও পাওয়া যায়নি।

স্থানীয়দের জিজ্ঞেস করলে কেউ কারো নাম আমাদের বলেননি। এখন বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখবাল করবেন। আমাদের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরকে অধিকতর তদন্ত করে নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়েত সৌরভ, পরিদর্শক মনির হোসেন ও অন্যান্য কর্মচারীরা অভিযানে সার্বিক সহায়তা করেন। পাশাপাশি সিএমপির একটি টিম আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930