পুলিশ পরিত্যক্ত স্কুলভবন থেকে দুই ভাইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে দিনাজপুরের বিরলে । আজ শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলো বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিমন (৭) ও ইমরান (৩)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, সকালে খবর পেয়ে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে দুই ভাই রিমন (৭) ও ইমরানের (৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরও জানান, শিশু দুটির বাবার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে। বাবার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শরীফুল ইসলাম পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি আইসক্রিম বিক্রি করেন। স্