4be53bb3-5a76-4119-a496-096498846ad0চট্টগ্রাম : আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সোমবার(২৭ জুন)দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত কর্পোরেশনের প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় মন্তব্য করেন।কর্মক্ষেত্রে সততা, আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে অনিয়ম ও দূর্নীতি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ।

প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার ৮০ ভাগই প্রকৌশল বিভাগের উপর নির্ভর করে। ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে পরিকল্পিত নগরায়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি সকল উন্নয়ন কাজের দীর্ঘস্থায়ী টেকসই এর উপর জোর দেন।

মেয়র বলেন, নালা-নর্দমা, সড়ক, লেইন, বাইলেইন সব কিছুই পরিকল্পিত ও টেকসই হতে হবে। মেয়র তার ভিশন ও পরিকল্পনা সমূহ তুলে ধরে বলেন, ২০১৬-২০১৯ এ তিন অর্থ বছরের মধ্যে নগরীকে শতভাগ আলোকায়ন সহ সড়ক, লেইন-বাইলেইনের শতভাগ উন্নয়ন করতে হবে।নগরে বসবাস অথচ কাঁচা রাস্তায় চলাচল তা হতে পারে না উল্লেখ করে তিনি বলেন,নগরীর কোথাও কাঁচা, অর্ধ পাকা রাস্তা থাকতে পারবে না।

কাজে অনিয়ম বা নিন্মমানের বিষয়ে মেয়র বলেন, প্রকৌশলীদের সম্মতি না থাকলে ঠিকাদার অনিয়ম ও নিন্মমানের কাজ করার সাহস কখনো পাবে না। দায়িত্ব পালনে গাফিলতি ও সরকারী কাজকে অবহেলা করার মানসিকতা পরিহার করে দায়িত্বকে সেবার মনোভাবে পালন করতে হবে। জীবনযাত্রা একজন চাকুরীজীবীর নিয়মেই পরিচালনা করতে হবে। মেয়র বলেন, চেইন অব কমান্ড এবং একে অপরের পরিপুরক এ বিষয়টি মনে রেখে যার যার দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করতে হবে। তাহলেই নগরবাসীর সেবা শতভাগ দেয়া সম্ভব হবে ।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম সহ সহকারী প্রকৌশলী,উপ সহকারী প্রকৌশলীবৃন্দ।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930