সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল ও বিজয়নগরের সিমানায় রামপুরা নামকস্থানে । বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক্টরের (সেলু মেশিনে চালিত) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চালক মাফফু মিয়া (৪২), পণ্যের মালিক আকতার মিয়া (৪৫) ও কাঠ মিস্ত্রি রমজান মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত সকলের বাড়ি চরইসলামপুর গ্রামে।