Home / খবর / নিহত ৮ , ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

নিহত ৮ , ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

 ময়মনসিংহের শম্ভুগঞ্জেরমোজাহিদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৮ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) নূর আলম ও কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিল। অপরদিকে, ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। ময়মনসিংহ সদরের গাছতলা নামক স্থানে পৌঁছালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: