চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃত্ব আমার প্রতি আস্থা রেখে নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন। এতে প্রতীয়মান হয় নৌকার বিজয়ে আমরা একসাথে আছি এবং থাকবো। জাতীয় দ্বাদশ নির্বাচন সারা জাতির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে একসাথে হাত মিলিয়ে ভোটারদের মন জয় করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন রাজনৈতিক বন্ধনে আমরা পরমাত্মীয়। চট্টগ্রাম মহানগর ও অন্তর্ভুক্ত আরো নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তারা যে সাংগঠনিক ও আদর্শিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন আমি তার সাথে ঐক্যমত পোষণ করি। কেননা জাতির অস্তিত্ব রক্ষায় আবারো দরকার শেখ হাসিনার সরকার।

গতকাল বাগমনিরাম ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীরা নির্বাচনকে বানচাল করার খেলায় মেতেছে। এই খেলায় নির্বাচনী মাঠে তারা না থেকেও পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য চোরাগুপ্তা হামলা করছে। তাদেরকে কঠোরহস্তে দমন করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। এই নির্বাচনী এলাকায় যোগ্য নৌকা প্রতীকের প্রার্থী নতুন প্রজন্মের অগ্রদূত ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের স্বপ্ন পূরণের প্রতিনিধি। সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিপ্লবতীর্থ চট্টগ্রামের সূর্য সন্তানের আরেকজন যোগ্য উত্তসূরী হিসেবে আমাদের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি তাঁর পিতার স্বপ্ন পূরণে চট্টগ্রামের উন্নয়নে সহযাত্রী হতে পারলে আমরা ধন্য হবো। তিনি আমাদের সকলের আশা–জাগানিয়া তরুণ প্রজন্মের প্রতিনিধি। তাঁকে বিজয়ী করতে পারলে আমি এবং আমরা সকলের বিজয় হবে। বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল লফিত টিপু, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930