
তিনি বলেন যে এই মুহূর্তে দেশের আইনব্যবস্থা বিপর্যস্ত কারণ বিচারক এবং বিচারপতিদের সংখ্যা পর্যাপ্ত নয়। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে মোট ২১০০০ জন বিচারক ও বিচারপতি রয়েছেন। বহু আগেই কেন্দ্রের কাছে প্রস্তাব ছিল সংখ্যাটি ৪০,০০০-এ নিয়ে যাওয়ার। কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তাবটি বিচারাধীন থাকা সত্ত্বেও এই ব্যাপারে কোনও কাজ হয়নি।
প্রধান বিচারপতির বক্তব্য, বিচারপতি এবং বিচারকরা অতিরিক্ত চাপ নিতে নিতে ক্রমশই স্ট্রেসড হয়ে পড়ছেন। প্রধান বিচারপতি নিজেও যে এই স্ট্রেসের শিকার তা বোঝা গেল যখন এই নিয়ে কথা বলতে বলতে তিনি নিজেই কান্নায় ভেঙে পড়লেন। এই ঘটনার পরে অবশ্য নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রীর দফতর। এই নিয়ে একটি বিশেষ বৈঠকের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। – See more at: http://www.dhakatimes24.com/2016/04/24/110513#sthash.9BQr9HMp.dpuf