এক প্রবাসীর ঘর চুরি হয়েছে বোয়ালখালীতে আবদুল হাদী মতিন (৬৬) নামের।২৭ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে পৌরসভার পূর্ব গোমদন্ডী মুফতি পাড়া ৫নং ওয়ার্ড হাজী আবুল খায়েরের বাড়ীর আবদুল হাদী মতিনের ঘরে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরে থাকা একটি জেনারেটর, ৩০ ইঞ্চি একটি কালার টিভি ও একটি পানির মোটরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। ঘরের সবাই প্রবাসে থাকে বলে জানা যায়।

ঘরে থাকা পাহারাদার মহিউদ্দীন বলেন, ঘরের সবাই প্রবাসে থাকায় আমাকে ঘর-বাড়ি দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। দিনে এসে দেখাশুনা করি ঘরের তবে আমি রাতে ঘরে থাকি না। রাতে আমি আমার নিজ ঘরে থাকি। প্রতিদিনের মত বৃহস্পতিবার দিনে ঘর দেখাশুনা করার জন্য প্রবাসী মতিনের ঘরে আসলে দেখতে পাই ঘরের মূল গেইটের তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে মূল্যবান সব জিনিসপত্র নিয়ে গেছে। সাথে সাথে আমি প্রবাসী মতিনের মেয়েকে খবর দিই।

প্রবাসী মতিনের মেয়ে মোছাম্মৎ ফাতেমা আকতার বলেন, খবর পেয়ে শ্বশুড় বাড়ি থেকে এসে দেখি ঘরের বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

ঘরের ভিতরে সংরক্ষিত চাবিগুলো ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘর থেকে পানির মোটর, ৩০ ইঞ্চি টিভি, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ জিনিস পত্র নিয়ে গেছে চোরেরা।

গত নভেম্বর মাসেও একবার ঘরের বাউন্ডারীর ভিতরে থাকা পুকুর থেকে মাছ ও সুপারি গাছ থেকে সুপারি নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর থানায় অভিযোগ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দীন বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930