ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের পর্যবেক্ষক দল পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেনের সাথে দেখা করেছেন । বুধবার রাতে নগরীর ধোপাদীঘিরপাড়স্থ পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেন ।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে কিন্তু কোন মতামত ব্যক্ত করেননি ।

বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে । ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে। সিলেটে সকল প্রার্থীরা নির্বাচন বিধি মেনে ক্যাম্পেইন চালাচ্ছে- কেউ কাউকে বাধা দিচ্ছেনা। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে।

বিএনপির নেতা কর্মী গ্রেপ্তারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়নি – যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আর আজিজ মার্কা ভোট হবেনা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই কারোর লেজুরবৃত্তি করবো না আমরা। বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায় কিন্তু সরকার জনগনের যা দরকার তাই কিনে, প্রয়োজন না হলে কিছু কেনে না। সেজন্য কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তুলে।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া এন্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্ললটে সুইবেস। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনি কার্যলয় পরিদর্শন করে তারা। ড. মোমেন এ সময় তার নির্বাচনি কাজে জড়িত এজেন্ট, স্বেচ্ছাসেবকদের সাথে পরিচয় করে দেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হয়নি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930