Home / খবর / বাড়ছে সংক্রমিতের সংখ্যাও করোনা পরীক্ষার সঙ্গে

বাড়ছে সংক্রমিতের সংখ্যাও করোনা পরীক্ষার সঙ্গে

গত ২৪ ঘণ্টায় ৩৪১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে। দেশে নভেল করোনাভাইরাসে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি সংক্রমিতের সংখ্যাও জ্যামিতিক হারে বেড়ে চলেছে।

এছাড়া দেশে প্রথমবারের মতো একদিনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৬০ জন মারা গেল প্রাণ সংহারক এই ভাইরাসের সংক্রমণে।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এই ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ এর মধ্যে আর ৩ জনের বয়স ৫১ থেকে ষাটের মধ্যে। বাকি দুজনের মধ্যে একজনের বয়স ৭১ থেকে ৮০ এর মধ্যে। আরেকজনের বয়স ২১ থেকে ত্রিশের মধ্যে।

নাসিমা সুলতানা বলেন, পরীক্ষা করার সংখ্যা এবং নমুনা সংগ্রহের হার আগেরদিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আইইডিসিআরের দেয়া তথ্য ঘেঁটে দেখা যায়, দেশে শুরুর দিকে মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ কম হলেও গত কিছুদিনে ওই হার বেড়েছে। আর প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ৫০তম দিনে এসে বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যাও সর্বাধিক।

এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকার বাসিন্দা। এরপরই রয়েছে নারায়নগঞ্জ, এই জেলাকে দেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার বলে মনে করছে আইইডিসিআর।

আর দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৪টিতে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগের অধীন আইইডিসিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: