আজকের ৩৬২ জনসহ মোট তিন হাজার ৮৩৮ জন রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে শনিবার ৩৬২ জন রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গত মাসের ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজকের শনিবারের ৩৫০ জনসহ এ পর্যন্ত তিন হাজার ১৪০ জন রোগীর নমুনা করোনা ভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে।
বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধার্থে ইতিমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান ও বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বহির্বিভাগেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।