শতকরা ৫৭ ভাগ মার্কিনি বুধবারের দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে অবিলম্বে পদ থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেয়ার পক্ষে। বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্রে জনমত জরিপে এমন তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস। এতে বলা হয়, ৩রা নভেম্বরের ভোটে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তার প্রতি ১০ জনের মধ্যে সাতজন ক্যাপিটল হিলের দাঙ্গার বিরোধিতা করেন। জরিপে অংশগ্রহণকারী শতকরা প্রায় ৭০ ভাগ মার্কিনি বুধবারের হামলায় ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন না।
বুধবার ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষ যখন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্ত দফায় অনুমোদন দিতে অধিবেশনে বসে, তখন বাইরে সমবেত নেতাকর্মীদের সেখানে হামলায় উস্কানি দেন তিনি। এরপর তারা হামলে পড়ে ক্যাপিটল হিলে। নৃশংসতা চালায়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।