নৌকা মিছিলে এসে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বরগুনায় । সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই নেতাকে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখানে র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ নুরুল ইসলাম মুসুল্লি (৬৫)। তিনি বরগুনা সদর উপজলোর ঢলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগরে সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলো শ্রমকি লীগের সাধারণ সম্পাদক মোঃ মনরিুজ্জামান জামাল।

তিনি জানান, সন্ধ্যায় বরগুনা শহরে আওয়ামী লীগ মনোনীত র্প্রাথীর পক্ষে নৌকা মিছিল হয়, এতে অংশগ্রহণ করনে মোঃ নুরুল ইসলাম মুসুল্লি । পরে মিছিল শেষে জেলা আওয়ামী লীগ র্কাযালয়ে বসে ছিলেন তিনি। হঠাৎ তিনি ঢলে পড়লে আওয়ামী লীগ নেতা কর্মীরা পাশের ফারমেসি থেকে লোক ডেকে তার রক্তচাপ পরীক্ষা করনে। এতে তার রক্তচাপ পাওয়া না গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930