যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। দেশটি বলেছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে আমাদের উদ্বেগ বাংলাদেশ সরকারকে পরিষ্কার জানিয়েছি। আমরা সেখানে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসলে মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নর্ট এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সপ্তাহ খানেক আগের ওই আন্দোলনের বিষয়ে আমরা অবগত আছি।
হিদার নর্ট বলেন, ‘বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি, আন্দোলনের লাগাম টেনে ধরার জন্যই তারা এমনটি করেছে। আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবো।’