গত কয়েকদিন ধরে অবস্থানরত নেতারা সেখানেই অনশন পালন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে তাঁরা অনশন করছিলেন। পরে বিকাল ৪ টার দিকে দলের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন এসে কার্যালয়ে কার্যত অবরুদ্ধ ও অনশনরত ১৪ জন নেতাকর্মীকে অনশন ভাঙান। এসময় তারা ফলের রস ও পানি পানের মাধ্যমে অনশন ভাঙেন।
উল্লেখ্য, গত ৩০ শে জানুয়ারি থেকে এসব নেতা ও কার্যালয়ের কর্মচারিরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসে অবস্থান করছেন। সারাদিন অফিসেই থাকেন ।
অফিসেই ঘুমোন।