ভারত সরকার আরো কয়েকমাস অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে সিরাম ইনস্টিটিউটকে অনুমতি দেবে না । এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। বার্তা সংস্থা এপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। বলা হয়েছে, স্থানীয় চাহিদা পূরণের ব্যাপারে জোর দিচ্ছে ভারতীয় কতৃপক্ষ।
আদর পুনাওয়ালা এপিকে বলেছেন, ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। কিন্তু শর্ত হচ্ছে ভ্যাকসিন রপ্তানি করা যাবে না। যাতে আগে ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রাইভেট মার্কেটে ভ্যাকসিন বিক্রির অনুমতি দেয়া হয়নি বলেও জানান তিনি। এখন শুধু সরকারের কাছেই ভ্যাকসিন বিক্রি করতে হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের ভ্যাকসিন উৎপাদন করছে ভারতের সিরাম ইন্সটিটিউট।
অন্য ভ্যাকসিনগুলোর তুলনায় কার্যকারিতা কিছুটা কম হলেও অক্সফোর্ডের টিকাটির দাম কম এবং পরিবহন সহজ। যে কারণ উন্নয়নশীল দেশগুলোর জন্য এ টিকাকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।