
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অ্যাডভাইজার অব দ্য প্রেসিডেন্ট অব ইলেকশন অ্যাফেয়ার্স ও কনভেনার অব দ্য সেন্ট্রাল কমিটি অব জাতীয় কালচারাল পার্টি- এই তিনটি পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ প্রসঙ্গে সোহেল রানা সাংবাদিকদের বলেন, কারো প্রতি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া কিংবা কোনো রকম অভিযোগ ছাড়াই আমি দলের তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। চেয়ারম্যান আমাকে সব সময়ই সমাদর করতেন, ভালোবাসতেন। আমার বিশ্বাস দল থেকে সরে এলেও এর ব্যত্যয় ঘটবে না।
২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন সোহেল রানা। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।