করোনা ভাইরাসের টিকা আসবে আগামী ২০শে জানুয়ারি বুধবার ভারত থেকে ২০ লাখ ডোজ । অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টাকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। এই টিকা তৈরি হচ্ছে সিরাম ইনস্টিটিউটে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।
সর্বশেষ খবর
পরিণীতি জীবনের গোপন তথ্য ফাঁস করলেন
অভিনেত্রী পরিণীতি চোপড়া বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার চাচতো বোন। তবে তাকে কারো মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কারণ, বলিউডে তার নিজেরই একটা...