Home / খবর / ৩৯তম স্প্যান পদ্মাসেতুতে বসলো

৩৯তম স্প্যান পদ্মাসেতুতে বসলো

৩৯তম পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে সেতুটির ৫৮৫০ মিটার দৃশ্যমান হলো। শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝপদ্মায় ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম (’২-ডি’) স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন মাত্র ২টি স্প্যানে ৩০০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হতে বাকি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গেলো অক্টোবরে সর্বোচ্চ ৪টি স্প্যান বসানো হয়। এরপর এ মাসে নভেম্বরেও তারই ধারাবাহিকতায় ৪টি স্প্যান বসানো সম্ভব হলো। চলতি মাসের ৬, ১২, ২১ ও ২৭ তারিখে এ ৪টি স্প্যান বসানো হয়েছে। বাকি ২টি স্প্যানের ৪০ তমটি (স্প্যান ২-ই) আগামী ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এবং সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ৪১ তম স্প্যান (স্প্যান ২-এফ) বসানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: