ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে রহিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের বেড়ির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা উপজেলার চরকাদিরা ইউনিয়ন জেএসডির (জাতীয় সমাজতান্ত্রিক দল) সভাপতি বাহার মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফজুমিয়ারহাট থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা করুনানগরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি বেড়ি থেকে নামতে গেলে উল্টে যায়। এতে রহিমাসহ তিন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে রহিমার মৃত্যু হয়।
