আজ বুধবার নগরীর বহদ্দারহাট মোড়ে শ্রমিক সমাবেশে ঘোষনা দেন অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।পুলিশী হয়রানী বন্ধসহ ৫ টি দাবীতে আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন।

ধর্মঘটের অন্যান্য দাবীগুলো হলো, চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামে অটোরিকশার দৈনিক জমা ৬০০টাকা নির্ধারণ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বিআরটিএর প্রজ্ঞাপন মোতাবেক ৪০০০ সিএনজি চালিত অটোরিক্সার রেজিষ্ট্রেশন প্রদান, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পাকির্ং ব্যবস্থা নিশ্চিত করণ, সহজ শর্তে চালকদের লাইসেন্স প্রদান এবং নবায়ন ।

চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দুপুরে সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: সোলায়মান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শহিদুল ইসলাম, মো: ওমর ফারুক, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল হক, মো: ইমরান, আবুল কালাম, কামাল উদ্দিন ভান্ডারী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি রবিউল মাওলা বলেন, সম্পুর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে মালিকরা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করছে। সারাদিন গাড়ী চালানোর পর সমস্ত টাকা মালিককে জমা দিয়ে চালককে খালি হাতে বাসায় ফিরতে হচ্ছে। এভাবে কোনদিন চলতে পারে না। তিনি মালিকের দৈনিক জমা ৬০০টাকা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031