শ্রমিকরা এখনো নানাভাবে লাঞ্ছনার শিকার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। গায়ের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলেও অনেক সময় তারা ন্যায্য মজুরিটুকুও পান না। তাই নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদেরই ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার সকালে বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের জেলা শাখার নবনির্বাচিত নেতারা রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় ফজলে হোসেন বাদশার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় শ্রমিক নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে শ্রমিকদের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আমি দীর্ঘ দিন রিকশা শ্রমিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সব সময় শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি। ক’দিন আগে পাটকল শ্রমিকরা যখন তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছিলেন তখনও তাদের পাশে গিয়ে বসেছি। শ্রমিকদের অধিকার আদায়ে লড়াইটা আমার আজীবনই অব্যাহত থাকবে।

এ সময় রাজশাহী জেলা বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন আলো, সহসভাপতি সঞ্জু শেখ, সাধারণ সম্পাদক ইলিয়াস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক মাসুম আলী, প্রচার সম্পাদক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031