mamota_114327ঢাকা ২৭ মে : দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি মমতার মন্ত্রিসভার শপথ হলো আজ শুক্রবার। অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।আয়োজনও ছিল বেশ জমকালো।তবে বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসেন মমতা।তাই হয়তো একটু বেশিই বর্ণাঢ্য ছিল গোটা আয়োজন। আর বিষয়টি প্রতি মমতার দৃষ্টি আকর্ষণ করতে ছাড়লেন না বাম নেতারা। সূর্যকান্ত মিশ্র তো সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন মূখ্যমন্ত্রীকে। শপথ অনুষ্ঠান সম্পর্কে টুইট বার্তায় বাম নেতা সূর্যবাবু লিখেছেন, ‘‘ বাংলা এখন রক্তাক্ত হচ্ছে। বাংলা পুড়ছে। অথচ শপথগ্রহণ অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। মানুষের কত কোটি টাকা অপচয় হল ম্যাডাম?’’ প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূর্যকান্ত।

মমতা ছাড়া তাঁর মন্ত্রিসভার ৪২জন সদস্য শপথ গ্রহণ করলেন। প্রতি দফায় পাঁচজন করে মন্ত্রী শপথ নিলেন। পূর্ণমন্ত্রী হিসাবে যেসব উল্লেখযোগ্য নতুন মুখ শপথ নিলেন, তাঁদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লার মতো মন্ত্রীরা।

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন অখিলেশ যাদব, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিবালের মতো অন্যান্য রাজ্যের মু্খ্যমন্ত্রীরা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, বাবুল সুপ্রিয়। লালুপ্রসাদ যাদব, ফারুক আবদুল্লার মতো জাতীয় স্তরের নেতারাও উপস্থিত ছিলেন। এ ছাড়াও মমতার শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গোটা টলিউড কার্যত রেড রোডে উপস্থিত হয়েছিল।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031