জিনাত শানু স্বাগতার শুধু অভিনেত্রী নয়। গায়িকা, নৃত্যশিল্পী ও উপস্থাপক। নামের পাশে শিল্পের এই শাখাগুলোর পরিচয়ও রয়েছে। তবে এ মুহূর্তে অভিনয়কে ঘিরেই বেশি ব্যস্ততা যাচ্ছে তার। কাজ করছেন বেশ কিছু ধারাবাহিকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ‘বাক্সবন্দি’, ‘সব পাখি নীড়ে ফিরে’, ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ সহ আর কয়েকটি। ব্যস্ততা প্রসঙ্গে স্বাগতা বলেন, কাজ খুব একটা করছি না। যে কটি নাটকে অভিনয় করছি সেগুলোর গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় করা হচ্ছে। ভালো কাজ একটা করবো। না হলে অযথা মানহীন নাটকে করে নিজের ইমেজ নষ্ট করবো না। বছরজুড়ে ধারাবাহিকের কাজই বেশি করেন স্বাগতা। খন্ড নাটকে খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায় না তার। কারণ এ ধাঁচের নাটক বিশেষ দিবস উপলক্ষেই করা হয়। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ধারাবাহিক নাটকের কাজটা সারা বছরই থাকে। খন্ড নাটক তো ঈদ কিংবা অন্য বিশেষ দিন ছাড়া টিভিপর্দাও খুব বেশি দেখা মেলে না। ধারাবাহিকের কাজ বেশি করলেও খন্ড নাটকের প্রতিই বেশি আকর্ষণ স্বাগতার। কারণ এ ধারার নাটক দর্শক একটা সীমিত সময়ের মধ্যে দেখে শেষ করতে পারেন। তাছাড়া তারা বিনোদনের মাধ্যম হিসেবে খন্ড নাটককেই বেশি প্রাধান্য দেন বলে মনে করেন এ অভিনেত্রী। প্রসঙ্গক্রমে স্বাগতা বলেন, সিরিয়ালের চেয়ে এক খন্ডের নাটকে কাজ করে বেশি সাচ্ছন্দ্যবোধ করি। কারণ সিরিয়ালে তো গল্প ঝুলে থাকে। দর্শককে অপেক্ষা করতে হয়। কিন্তু  খন্ড নাটকের ক্ষেত্রে তা হয় না। পুরো নাটকটা এক ঘন্টায় শেষ হয়। নাটকের পাশাপাশি নাচ, গান ও উপস্থাপনায় দেখা গেলেও এ মুহূর্তে এসবের কিছুতেই ব্যস্ত নন স্বাগতা। নতুন একটি অনুষ্ঠানের ব্যাপারে কথা চলছে বলে জানিয়েছেন ‘ইউ গট দ্য লুক’ বিজয়ী এ তারকা। স্বাগতা বলেন, চমকে ভরা একটি অনুষ্ঠান নিয়ে আসছি। কথাবার্তা চলছে। তবে এখনই কিছু বলবো না। দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে জড়িত। বিভিন্ন নাটকে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শককে বিনোদন দিয়ে আসছেন স্বাগতা। লম্বা সময়ে পথচলা এ মাধ্যমটির বর্তমান অবস্থা কি জানতে চাইলে তিনি বলেন, আমার একটা অভিযোগ অনেকদিনের। বললে সব টিভি চ্যানেল থেকে শুরু করে নির্মাতা অনেকেই ক্ষেপে যাবেন। কিন্তু কথাটা বলা খুব জরুরী। কলকাতার টিভি মাধ্যম একসময় আমাদের দেখে দেখে নাটক বানাতো। আমাদেরটা দেখার জন্য তাদের আকাঙ্খার শেষ ছিল না। আর সেই আমরা এখন তাদের বস্তাপচা নাটক দেখে সেগুলো নকল করছি। আমি যে কয়টি নাটকে কাজ করছি দেখা যাচ্ছে সেগুলো ভারতীয় কোনো না কোনো সিরিয়ালের নকল। কিন্তু যেখানে ওরা আমাদের ফলো করতো সেখানে কেন আমরা তাদের সিরিয়াল কপি করছি! এখানে আসলে বাজেট সহ আরও কিছু দূর্বলতা রয়েছে। যার কারণে ইন্ডাস্ট্রিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। টিভি নাটকের এ খারাপ অবস্থা থেকে উত্তরণের কথা অনেকেই বলছেন। কিন্তু ফল আসছে না কিছুতেই। এক্ষেত্রে স্বাগতার কি বক্তব্য, তিনি কি ভাবছেন উত্তরণ প্রসঙ্গে? স্বাগতা বলেন, আমাদের দর্শক দুই ধরনের। কিছু দর্শক ইউটিউবের। আর কিছু টিভির। টিভির দর্শক যারা রয়েছেন তারা বেশিরভাগই বাড়ির মা, বোন, ভাবি। তারা একটি সিরিয়াল দেখতে বসলেই বিজ্ঞাপনের যন্ত্রনা শুরু হয়ে যায়। একটু নাটক দেখিয়ে বিজ্ঞাপন। যে কারণে তারা চ্যানেল পরিবর্তন করতে বাধ্য হন। বিজ্ঞাপন যদি কন্ট্রোলে রাখা যায় আর গল্প যদি মৌলিক হয় তাহলে এ সমস্যা দূর হবে বলে আমি মনে করি। দর্শক ফেরানো কোনো ব্যাপারই হবে না। গত বছর বিয়ে করে সংসারী হয়েছেন স্বাগতা। প্রায় এক বছর অতিবাহিত হয়েছে। কেমন যাচ্ছে স্বাগতার সংসার জীবন? উত্তরে তিনি বলেন, সংসারী হতে পেরেছি কিনা জানি না। তবে জীবনটা বেশ উপভোগ করছি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031