ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যেও এখনও অনেকে এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়ে ভারতবাসীকে করোনা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৩৯০ জন, মারা গেছেন ৭ জন। খবর এনডিভির।

মোদি সরকারের নির্দেশে আগামী ৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং উত্তরাখণ্ডে যান চলাচল বন্ধ রয়েছে। এছড়া শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ এবং জিমও বন্ধ বিভিন্ন রাজ্যে।

দেশে করোনা রুখতে সতর্ক না হলে ভারতের অবস্থাও চীন-ইতালির মতো হতে পারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার টুইটবার্তায় মোদি বলেন, ‘অনেক মানুষ এখনও লকডাউনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, এই নির্দেশগুলোকে গুরুত্ব দিয়ে অনুসরণ করুন। আমি রাজ্য সরকারগুলোকেও অনুরোধ করছি যাতে সব রাজ্যেই এই সব নির্দেশিকা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যায়’।

করোনার সঠিক পরীক্ষার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও অনুমতি দিয়েছে মোদি সরকার। এছাড়া পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা লকডাউন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031