পুলিশ জেলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে সহযোগিসহ গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৬’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চকবাজার চাঁন মিয়া মুন্সী লেইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিকালে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইউনুছ প্রকাশ ওরফে হাতকাটা ইউনুছ ওরফে বোমারু ইউনুছ(৩০), শাহাদাত হোসেন প্রকাশ মামুন(২২)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইউনুছ জানান, তিনি ইতিপূর্বে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলায় প্রায় ৭০(সত্তর) বছরের সাজা প্রাপ্ত আসামি। তিনি ইতিমধ্যে ১২ বছর ৯ মাস সাজা ভোগ করার পর জামিন বের হন।
জেল থেকে ছাড়া পেয়ে পূর্বের ন্যায় অপরাধজনক কার্যকলাপের জড়িয়ে পড়েন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
