সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন । বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল হক বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের ইস্যুকে বাইপাস করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ দেয়া হয়েছে। এই পর্যবেক্ষণে মানহানিকর বক্তব্য দেয়া হয়েছে।’
গত ১ আগস্ট বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান আবার ফিরেছে সংবিধানে। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি কার্যকর করতে বিচারকদের জন্য গত বছর দেয়া আচরণবিধি সংশোধন করে ৩৯ দফার নতুন একটি আচরণবিধি চূড়ান্ত করে দিয়েছে আপিল বিভাগ। এছাড়া রায়ের পর্যাবেক্ষণে জাতীয় সংসদ, রাজনীতি, নির্বাচন কমিশন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, ১১৬ অনুচ্ছেদ বিষয়ে পর্যাবেক্ষণ দেয়া হয়।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়, যা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। আপিল বিভাগের সাত বিচারপতি একমত হয়ে রায় ঘোষণা করেন। (বিস্তারিত আসছে…)
