এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলো গত বিশ্বকাপে ফাইনাল খেলা আর্জেন্টিনা। শনিবার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর এই হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা দলের মিডফিল্ডার জ্যাভিয়ার মাশ্চেরানো। এবার টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নেন তিনি।
আর্জেন্টিনার হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন মাশ্চেরানো। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা যে চারটি ম্যাচ খেলেছে তার প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট খেলেছেন মাশ্চেরানো। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারে আর্জেন্টিনা। দলের এমন হারের পর মাশ্চেরানো বলেছেন, এখন সময় হয়েছে। এখন থেকে আমি একজন আর্জেন্টিনার ফ্যান।
দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভিয়ার মাশ্চেরানোর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৩ সালে। মাশ্চেরানো ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন। এরপর তিনি খেলেছেন লিভারপুলের হয়ে। ২০১০ সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন মাশ্চেরানো। ক্লাব ফুটবলে বর্তমানে তিনি হিবেই চায়না ফরচুনের হয়ে খেলছেন।
