গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে অভিযোগ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের মারধর করে পুলিশে দিয়েছে বলেও অভিযোগ করছেন স্বজনরা।

আজ সোমবারের এ ঘটনায় মৃত রোগীর আত্মীয় আরিফ ও একরামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

হাসপাতালে দেয়া অভিযোগে রোগীর স্বজনরা উল্লেখ করেন,  গাইবান্ধা সদর উপজেলার মধ্যধানঘড়া গ্রামের শিপন মিয়া (২৫) বুকে ব্যথা অনুভব করলে সোমবার বেলা ১১টায় তাকে ওই হাসপাতালে নেয়া হয়। ইসিজি করার পর চিকিৎসকরা তেমন কোনো সমস্যা নেই জানিয়ে কিছু ওষুধ লিখে দিয়ে রোগীকে বাড়িতে পাঠান। পথে অসুস্থ হয়ে পড়লে শিপনকে আবার হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তাদের অভিযোগ, এ সময় কর্তব্যরত চিকিৎসকের কাছে কাকুতি-মিনতি করলেও কোনো চিকিৎসা না দিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন তিনি। পরে হাসপাতালেই মারা যান শিপন।

দুপুর একটার দিকে শিপনের স্বজনরা আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কাছে এ বিষয়ে অভিযোগ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মারপিট করে। এতে একপর্যায়ে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে আরএমওর ওপর চড়াও হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোগীর দুই স্বজন আরিফ ও একরামকে আটক করে পুলিশ।

তবে রোগীর স্বজনদের মারপিট করা এবং চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান চন্দ্র সরকার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031